Uncategorized

অনুভুতি সম্পর্কিত উক্তি, বাণী ও কবিতা

প্রিয় বিভাস আশা করি ভাল আছেন আজকে আমরা আপনাদের মাঝে অনুভুতি সম্পর্কিত উক্তি গুলো নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ ধরনের উক্তিগুলো করতে আগ্রহ প্রকাশ করেন অনলাইনে। এর কারণ অনলাইন ব্যতীত অন্য কোন ক্ষেত্রে এ ধরনের উক্তি গুলো একই সাথে উপস্থিত থাকে না।

তাইতো সকলেই উক্তি সম্পর্কিত বিষয় গুলি অনলাইন থেকে পড়তে বেশি আগ্রহ প্রকাশ করেন এবং প্রতিদিন ব্যবস্থাপক মানুষ অনলাইনে অনুসন্ধান করেন অনুভুতি সম্পর্কিত উক্তি গুলো সম্পর্কে জানার জন্য বিষয়ভিত্তিক আলোচনা আমরা আপনাদের সহযোগিতায় নিয়োজিত রয়েছে। জিতু আজকের আলোচনার বিষয় হিসেবে নির্ধারিত করা হয়েছে অনুভুতি সম্পর্কিত উক্তি। তুমি শুধুমাত্র উক্তি নয় এর পাশাপাশি বাণী ও কবিতা প্রদানের কাজে জড়িত রয়েছে আমরা। সুতরাং মুক্ত আলোচনার মাধ্যমে আপনি অনুভুতি সম্পর্কিত উক্তি গুলো জানার পাশাপাশি এ বিষয়ে কবিতা সম্পর্কে জানতে পারবেন।

সুতরাং আপনারা যারা অনুভুতি সম্পর্কিত উক্তি গুলো সম্পর্কে জানতে আগ্রহী হয়ে অনলাইনে অনুসন্ধান করেছেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে অনেকেই আছেন যারা বিভিন্ন বিষয়ের উপর মন খারাপ করে থাকেন এক্ষেত্রে বিভিন্ন অনুভূতির সৃষ্টি হয়ে থাকে। এবং সেই অনুভূতিকে উপলব্ধি করে অনুভুতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর উক্তি প্রদান করতে চান। আবার অনেকে রয়েছে এক্ষেত্রে মহান ব্যক্তিদের সেরা উক্তি গুলো প্রদান করতে আগ্রহী থাকেন তাই বিষয়টি আলোচনায় এনে আমরা আপনাদের সামনে সেরা কিছু অনুভুতি সম্পর্কিত উক্তি প্রদানের কাজে নিয়োজিত রয়েছি।

এ বিষয়ে আমরা দীর্ঘ সময় প্রদান করেছি তারই ধারাবাহিকতায় বলতে পারি আমাদের প্রধান কিছু উক্তি গুলো আপনাদের ভালো লাগবে ব্যবহার করতে পারবেন স্ট্যাটাস হিসেবে পাশাপাশি যে কবিতাগুলো প্রদান করবো এগুলো বেশ সুন্দর। আপনারা যারা কবিতা পছন্দ করেন তারা অবশ্যই এই কবিতাগুলো করবেন এই কবিতাগুলো আমরা অনলাইন থেকে সংগ্রহ করেছি হয়তো কবিতাগুলো আপনার সাথে  সাদৃশ্যপূর্ণ হতে পারে।

অনুভুতি সম্পর্কিত উক্তি

অনুভূতি আসেন মন থেকে মানুষের অনুভূতি বিভিন্ন বিষয়ের উপর হতে পারে এটাই স্বাভাবিক। এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে অনুভুতি সম্পর্কিত উক্তি গুলো প্রদান করা সম্ভব নয় তবে আমরা বেশ কিছু অনুভূতির উপর ভিত্তি করে উক্তিগুলো প্রদান করব। হয়তো আপনার অনুভূতির সাথে মিল রেখে আমরা অভিবাদন করতে সম্ভব। অনুভূতি বিভিন্ন ধরনের হতে পারে কষ্টের অনুভূতি আনন্দের অনুভূতি দুঃখ ও বেদনার অনুভূতি। প্রেম ভালোবাসার অনুভূতি সহ আরো অনেক বিষয়ের উপর মানুষ অনুভব করে থাকে।

এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও বহুল অনুভূতিগুলো নির্বাচনের লক্ষ্যে কাজ করেছি আমরা । আলোচনার মাধ্যমে আপনাদের মাঝে অনুভুতি সম্পর্কিত সেরা জনপ্রিয় উক্তি গুলো জানানোর চেষ্টা করেছি। তাই আশা রাখছি আজকের আলোচনার মাধ্যমে আপনি অনুভুতি সম্পর্কিত উক্তি গুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন জানতে পারবেন। সুতরাং আর দেরি নয় গুরুত্বপূর্ণ এই আলোচনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিজের প্রদান করছি আমরা।

সব কিছু বলে বুঝানো যায় না, কিছু কিছু কথা অনুভবে বুঝে নিতে হয় ।
— অজানা

আমি কারও প্রশংসা বা দোষের দিকে আমি কোন মনোযোগ দেই না। আমি কেবল নিজের অনুভূতি অনুসরণ করি।
— ওল্ফগ্যাং আমাদিউস মোজার্ট

নিজের বোধের আগে অন্যের অধিকার এবং নিজের অধিকারের আগে অন্যের অনুভূতি বিবেচনা করুন।
— জন উডেন

আমার অনুভূতিগুলিকে কথায় প্রকাশ করা আমার পক্ষে খুবই কঠিন।
— জোয়াকিন ফিনিক্স

আমি মানুষের অনুভূতিতে আঘাত করা পছন্দ করি না এবং নীতিগত বিষয় হিসাবে আমি অন্য লেখকদের সমালোচনা পছন্দ করি না।
— লিডিয়া ডেভিস

অনূভুতি নিয়ে ক্যাপশন

একজনের অনুভূতি কি অন্যকে বলা সত্যিই সম্ভব ?
— লিও টলস্টয়

ভালোবাসা কখোন

সব কিছু বলে বুঝানো যায় না, কিছু কিছু কথা অনুভবে বুঝে নিতে হয় ।
— অজানা

নিজের বোধের আগে অন্যের অধিকার এবং নিজের অধিকারের আগে অন্যের অনুভূতি বিবেচনা করুন।
— জন উডেন

অনুভুতি সম্পর্কিত বাণী

তোমার চোখের জল দেখে উপহাস করে”।

কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।

ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টজগৎকে ভাসিয়ে দেয়

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।

অনুভুতি সম্পর্কিত কবিতা

 

খুব হঠাৎ করেই এসেছিলে তুমি

আমার এই সাদাকালো একঘেয়ে জীবনে ;

হয়তো তুমিই ছিলে আমার সবচেয়ে রঙ্গিন।

আমার ভেতরের মৃতপ্রায় আমিকে

তুমিই দিয়েছিলে জীবনের স্পর্শ ,

আমি তোমার সেই স্পর্শের নাম দিয়েছি ভালোবাসা ।।

আমার এই পাথর কঠিন হৃদয়কে

তুমিই দিয়েছিলে ভালোবাসার উষ্ণতা ,

নারীত্বের সম্মানটাও তোমার কাছেই প্রথম পাওয়া ।

আমার দু’চোখের জল এখন দু’ঠোঁটে হাসি হয়ে ফুটে

এ সব যে তোমারি দান ।

তোমার নিজেকে আমার ভিতরে স্থাপন করে

খুব হঠাৎ করেই চলে গেলে তুমি ,

হয়তো আর কখনও ফিরবে না তুমি ;

নিজেকে যেটুকু চিনি সে হিসেবে

আমিও সামনে এগিয়ে যাবো তোমাকে ছাড়া ।

হয়তো অপেক্ষাও করবো না তোমার জন্য,

তারপরেও আমরা ভালোবাসি পরস্পরকে,

সুতোর দু’প্রান্তে যদিও আমাদের অবস্থান

তবুও তো আমরা একই সুতোয় বাঁধা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button