Uncategorized

পহেলা বৈশাখ নিয়ে এসএমএস

সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে পহেলা বৈশাখের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের ওয়েব সাইটে নিয়ে এসেছি পহেলা বৈশাখ নিয়ে এসএমএস সম্পর্কিত একটি প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের মাঝে পহেলা বৈশাখ নিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর এসএমএস তুলে ধরব। বাঙালির ইতিহাসে ঐতিহ্যবাহী একটি দিন হচ্ছে পহেলা বৈশাখ। এই দিনটি তারা মূলত বাংলা বর্ষ পঞ্জিকার প্রথম দিনে পালন করে থাকে। এই দিন উপলক্ষে প্রতিটি বাঙালি তার আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব ও পরিচিত সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে থাকে। আজকে সে জন্যই আমাদের ওয়েবসাইটে আপনাদের উদ্দেশ্যে পহেলা বৈশাখ নিয়ে এসএমএস গুলো তুলে ধরা হয়েছে। আশা করছি আমাদের আজকের এসএমএস গুলো আপনাদের সকলের অনেক পছন্দ হবে।

বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি দিন হচ্ছে পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা বর্ষ পঞ্জিকার প্রথম দিন। বাঙালি সংস্কৃতিতে পহেলা বৈশাখের গুরুত্ব অপরিসীম। প্রতিবছর বাংলা বছরের শুরুতে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলার প্রতিটি স্থানে মেলা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উপলক্ষে তারা একে অপরকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে থাকে। প্রাচীনকাল থেকে বাঙ্গালী জাতি পহেলা বৈশাখের এই দিনটি জাঁকজমক ভাবে উদযাপন করে থাকেন। এদিন উপলক্ষে তারা পান্তা ইলিশ খেয়ে থাকেন।

পহেলা বৈশাখের এই দিনটি প্রতিটি মানুষ নিজের আপনজন বন্ধু-বান্ধব ও প্রিয় মানুষদের সাথে সুন্দরভাবে কাটিয়ে থাকে। পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এই মেলাতে বাঙালি তাদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য দ্রব্য কেনাবেচা করে থাকে। সবকিছু মিলে দিনটি একটি ঐতিহ্যবাহী দিন হিসেবে প্রতি বছর পালিত হয় এবং নতুন নতুন ভাবে দিনটি উদযাপন করা হয়। এটি শুধুমাত্র এবার বাংলা নয় বরং ওপার বাংলা ও বাঙালি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে স্মরণীয় হয়ে আছে।

পহেলা বৈশাখ নিয়ে এস এম এস

পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ একটি পালিত উৎসব। প্রতিবছর বাংলা বছরের শুরুতে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিটি মানুষ তার বন্ধু বান্ধব আপনজনদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে থাকে। পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানোর জন্য তারা এসএমএস স্ট্যাটাস ও পহেলা বৈশাখ নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন গুলো শেয়ার করে থাকে। আজকে আমরা এজন্যই আমাদের ওয়েবসাইটে নিয়ে এসেছি আপনাদের উদ্দেশ্যে পহেলা বৈশাখ নিয়ে এসএমএস সম্পর্কিত এই প্রতিবেদনটি। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের মাঝে পহেলা বৈশাখের বেশ কিছু এসএমএস তুলে ধরব। আমাদের এসএমএসগুলো আপনাদেরকে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাতে সাহায্য করবে। আপনি আমাদের এই এসএমএস গুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে পহেলা বৈশাখের এসএমএস গুলো জানাতে পারবেন। নিচে পয়লা বৈশাখের এসএমএস গুলো তুলে ধরা হলো:

হাসি দুঃখ গ্লানি. ছিল আছে থাকবে. নতুন বছরের শুভদিন. আসবে কাছে ডাকবে. ঐসব গ্লানি ভূলে গিয়ে. নাও মনে ঐ ডাক. জানাই হে প্রিয় সকলকে. শুভ পহেলা বৈশাখ!


আম পাতা জোড়া জোড়া, নতুন সব দিচ্ছে সাড়া , ভাল থেকো , সুখে থেকো , আর আমার কথাটি মনে রেখো। “”শুভ নববর্ষ””


নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই… *শুভ নববর্ষ*


নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দূর হয়ে। জীবন হোক সুন্দর, অতীত যাও ভুলে। নতুন বছর সাজাও তুমি নিজের মতো করে। *শুভ নববর্ষ* ৫


নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন। শুভ নববর্ষ


রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে…নতুন আলোয় নতুন ভোরে দুখঃ যাবে ভূলে…ঝিলমিলিয়ে হাসবে আবার, আধার হবে শেষ…এসে গেছে নতুন বছরের নতুন এসএমএস! “শুভ নববর্ষ”


সুখের স্মৃতি রেখ মনে দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপন জনে , মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে। *শুভ নববর্ষ*


মুছে দিতে সকল গ্লানি, নতুন বছর আসছে জানি। সুখী ছিলে সুখে থাকো আর শুভ হোক তোমার নতুন বছর। *শুভ নববর্ষ*


বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য। আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আশা। আর নতুন হোক আজকের ভালবাসা। “শুভ নববর্ষ” ১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button