ভোলা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪
স্বাগতম জানাচ্ছি ভোলা জেলার সকল মুসলিম ভাই ও বোনদের। সুপ্রিয় দিনি ভাই ও বোন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে মুসলিমদের জন্য বিশেষ রহমত পূর্ণ একটি মাস, বিশেষ ফজিলতপূর্ণ একটি মাস । রমজান মাস। এই মাসের বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সিয়াম পালন আর সিয়াম পালনের ক্ষেত্রে বহুল অনুসন্ধানকৃত তথ্য হচ্ছে সেহরি ও ইফতারের সময়সূচি। যেহেতু জায়গা নামের উপর ভিত্তি করে সময় সুচির বিষয়টি ব্যতিক্রম হয়ে থাকে তাই আমরা আমাদের আজকের আলোচনায় আপনাদেরকে একটি জেলার বিষয় উল্লেখ করে সহযোগিতা পূর্ণ সেহরি ও ইফতারের সময়সূচি দিয়ে সহযোগিতা করব। আমরা উদ্দেশ্য নিয়েছি ভোলা জেলার সকল বাসিন্দাদের সহযোগিতার । এক্ষেত্রে আমরা এই জেলার উপর ভিত্তি করে নিয়ে এসেছি সেহেরী ও ইফতারের সময়সূচি আশা করছি আমাদের সাথে থেকে এ বিষয়ে সম্পর্কে জেনে নেবেন।
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে একটি হচ্ছে ভোলা জেলা এটি মূলত বরিশাল বিভাগে অবস্থিত প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা হচ্ছে ১৭,৭৬,৭৯৫ । জেলাটির আয়তনের বিষয় সম্পর্কে বলতে গেলে এটির মোট আয়তন হচ্ছে ৩,৪০৩,৪৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যার বিষয় সম্পর্কে জানার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এখানে কত সংখ্যক মানুষ সিয়াম পালনে নিয়োজিত থাকে। এমন মুসলিম ভাইদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করে আমরা নিয়ে এসেছি রমজানের বিশেষ সহযোগিতা সম্পূর্ণ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গবেষণার মাধ্যমে তৈরিকৃত রমজানের ক্যালেন্ডারের মাধ্যমে নিশ্চিত করেছি এই জেলাটির সেহেরী ও ইফতারের সময়সূচি।
ভোলা জেলার সেহরি ও ইফতারের সময়সূচী
প্রতিদিন অসংখ্য মানুষ ভোলা জেলা থেকে সেহরি ও ইফতারের সময়সূচি জানার আগ্রহ প্রকাশ করে অনলাইন অনুসন্ধান করেন। তাদের অনুসন্ধানকে সম্মান জানিয়ে আমরা এই আলোচনাটি নিয়ে এসেছি। রমজান সম্পর্কিত বিষয় সম্পর্কে অনেকেই এমন তথ্য গুলো অনুসন্ধান করে জটিলতায় পড়েন এর কারণ বিভিন্ন ক্যালেন্ডারে সময়সূচির বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের হিসাব-নিকাশ উল্লেখ করা হয়ে থাকে ± মূলত বিভাগীয় শহরের উপর ভিত্তি করে। তবে আমরা সেই ঝামেলা ছাড়াই আপনাদেরকে সরাসরি জেলা ভিত্তিক সেহরি ও ইফতারের সময়সূচি দিয়ে সহযোগিতা করার আগ্রহ নিয়ে এই ওয়েবসাইটটি পরিচালনা করছি।
সুতরাং আপনি যদি সহজ ভাবে কোন প্রকার ঝামেলা ছাড়াই ভোলা জেলার রমজানের সময়সূচী সম্পর্কিত তথ্য সেহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আলোচনা সহযোগিতা নিতে পারেন। হাদিস অনুযায়ী রমজান মাসকে তিন ভাবে বিভক্ত করা হয় এ ক্ষেত্রে ১০ দিন ১০ দিন ১০ দিন করে হয়ে থাকে। এক্ষেত্রে প্রথম দশ দিন কে বলা হয় রহমতের এবং পরের দশ দিনকে বলা হয় মাগফিরাতের এবং শেষের ১০ দিনকে বলা হয় নাজাতের। বিশেষ রহমতপূর্ণ একটি মাস যা বলে বোঝানো সম্ভব নয় আশা করছি সমস্ত মুসলিম ভাই ও বোন সিয়াম পালন করবেন।
২০২৩ সালের রমজান মাস এখন ও শুরু হয়নি । তাই আজকের ও আগামীকাল এর রোজার সময়সুচি ও নামাজের সময়সুচি নামাজের ক্যালেন্ডার অনুসারে দেয়া হলো ।
আজ ১৪ মার্চ, মঙ্গলবার | সময় |
---|---|
সেহরীর সতর্কতামূলক শেষ সময় | ৪:৪৮ am |
ফজরের ওয়াক্ত শুরু | ৪:৫৪ am |
মাগরীব ও ইফতারের সময় | ৬:১১ pm |
আগামীকাল ১৫ মার্চ, বুধবার | সময় |
---|---|
সেহরীর সতর্কতামূলক শেষ সময় | ৪:৪৭ am |
ফজরের ওয়াক্ত শুরু | ৪:৫৩ am |
মাগরীব ও ইফতারের সময় | ৬:১১ pm |
নামায ও রোযার স্থায়ী সময়সূচী মোতাবেক আজকের অন্যান্য নামাজ এর সময়সূচী
আজ ১৪ মার্চ, মঙ্গলবার | সময় |
---|---|
সুর্যোদয় | ৬:০৭ am |
যোহরের ওয়াক্ত শুরু | ১২:১০ pm |
আছরের ওয়াক্ত শুরু | ৪:২৬ pm |
এশা এর ওয়াক্ত শুরু | ৭:২৪ pm |
ভোলা জেলার ১৪৪৫ হিজরী বা ২০২৪ সালের রোজার ক্যালেন্ডার
রমজান | এপ্রিল/মে | বার | সাহরীর সতর্কতামূলক শেষ সময় |
ফজরের ওয়াক্ত শুরু |
ইফতারের সময় |
---|---|---|---|---|---|
রহমতের ১০ দিন | |||||
০১ | ২৪ মার্চ | শুক্র | ৪:৩৮ am | ৪:৪৪ am | ৬:১৪ pm |
০২ | ২৫ মার্চ | শনি | ৪:৩৭ am | ৪:৪৩ am | ৬:১৫ pm |
০৩ | ২৬ মার্চ | রবি | ৪:৩৫ am | ৪:৪১ am | ৬:১৫ pm |
০৪ | ২৭ মার্চ | সোম | ৪:৩৪ am | ৪:৪০ am | ৬:১৬ pm |
০৫ | ২৮ মার্চ | মঙ্গল | ৪:৩৩ am | ৪:৩৯ am | ৬:১৬ pm |
০৬ | ২৯ মার্চ | বুধ | ৪:৩২ am | ৪:৩৮ am | ৬:১৭ pm |
০৭ | ৩০ মার্চ | বৃহস্পতি | ৪:৩০ am | ৪:৩৬ am | ৬:১৭ pm |
০৮ | ৩১ মার্চ | শুক্র | ৪:২৯ am | ৪:৩৫ am | ৬:১৮ pm |
০৯ | ০১ এপ্রিল | শনি | ৪:২৮ am | ৪:৩৪ am | ৬:১৮ pm |
১০ | ০২ এপ্রিল | রবি | ৪:২৭ am | ৪:৩৩ am | ৬:১৯ pm |
মাগফিরাতের ১০ দিন বাকি দিন গুলো ২০ তারিখের পর দেয়া হবে… |