স্ট্যাটাস

সৎকাজ নিয়ে উক্তি, স্ট্যাটাস

সৎকাজ বলতে যে কাজগুলো সমাজের প্রতিটি মানুষের উপকার সাধন করে থাকে সে কাজগুলো হচ্ছে সৎ কাজ। যিনি প্রতিনিয়ত সমাজের এই সৎকাজ গুলো করে থাকেন তাকে সৎ ব্যক্তি বলা হয়। সমাজে প্রতিটি মানুষ এই সৎ লোকদের অনেক ভরসা করে থাকে এবং তাদেরকে সম্মান করে। সমাজে সৎ কাজের মাধ্যমে মূলত সমাজের উন্নতি সাধিত হয় এবং এই সমাজ একটি উন্নত সমাজে পরিণত হয়।

একজন সৎ ব্যক্তি প্রতিনিয়ত সমাজের ভালো দিকের কথা বিবেচনা করে প্রতিনিয়ত সৎকাজ গুলো করে থাকেন। আর তাই আমরা আজকে আপনাদের মাঝে সৎ কাজ নিয়ম উক্তি ও স্ট্যাটাসগুলো তুলে ধরব যেখানে আপনারা সৎকাজ সম্পর্কে জানতে পারবেন এবং এর গুরুত্ব আপনাদের বাস্তব জীবনে উপলব্ধি করতে পারবেন। তাই আশা করা যায় আজকের এই প্রতিবেদনটি আপনাদের সকলের উপকারে আসবে।

সৎ কাজ কিংবা ভালো কাজ বলতে সাধারণত যেসব কাজ প্রতিনিয়ত একজন মানুষের থেকে শুরু করে একটি প্রতিষ্ঠান কিংবা সমাজের উপকার করে থাকে অর্থাৎ মানব কল্যাণে যে সমস্ত কাজ সমাজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে কাজগুলোকে সৎ কাজ বলা হয়। মানব কল্যাণে এই সৎ কাজগুলো মূলত সমাজের সৎ ব্যাক্তি বর্গ প্রতিনিয়ত তাদের জীবনের কাজকর্ম গুলোর পাশাপাশি করে থাকেন। একটি সৎকাজ মূলত ব্যক্তিকে প্রতিটি মানুষের মাঝে স্মরণীয় করে তোলে এবং তার সম্মান ও ভালোবাসা বৃদ্ধি পায়।

ইতিহাসে যারা আজও স্মরণীয় ও বরনীয় হয়ে আছেন তারা মূলত তাদের সৎ কাজের মাধ্যমে প্রতিটি মানুষের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে আছেন। সৎ কাজে নিয়োজিত প্রতিটি ব্যক্তিকে প্রতিটি মানুষ শ্রদ্ধা ভরেও সম্মানের সাথে স্মরণ করে থাকে। একটি সৎকাজ সারা জীবন একজন মানুষকে অমর করে রাখে। তাই আমাদের অবশ্যই সৎ কাজে আগ্রহী হতে হবে।

সৎ কাজ নিয়ে উক্তি

সৎকাজ প্রতিটি মানুষকে সকলের চোখে সৎ লোক হিসেবে পরিণত করে থাকে। সৎ কাজের মাধ্যমে প্রতিটি মানুষ সকলের কাছে সম্মানিত হয়। তাইতো সমাজের প্রতিটি সৎ ব্যক্তি তাদের বাস্তব জীবনে সৎ কাজগুলোর মাধ্যমে সকলের উপকার সাধন করে থাকে। এজন্য অনেকেই সমাজের সৎ কাজগুলো সম্পর্কে জানতে চাই তাদের জন্য আজকে আমরা সৎ কাজ নিয়ে উক্তিগুলো তুলে ধরেছি যেখানে আপনারা সৎ কাজ সম্পর্কে জানতে পারবেন। এই উক্তিগুলোতে আপনাদের উদ্দেশ্যে সৎ কাজকে সে সম্পর্কে বিস্তারিতভাবে সকল তথ্য তুলে ধরা হয়েছে। নিচে সৎ কাজ নিয়ে উক্তিগুলো তুলে ধরা হলো:

যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের জন্যে রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তণস্থল।

— সূরা আর-রাদ- আয়াত: ২৯

নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা পরহেযগার এবং যারা সৎকর্ম করে।

— সূরা আন নাহল- আয়াত: ১২৮

ভালো কাজের ফলাফল ভালো কিছুই হয় । আর খারাপ কাজের ফলাফল খারাপই হয় ।

— অজানা

যারা বিশ্বাস স্থাপন করে, এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহান প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

— সূরা আল মায়িদাহ- আতাতু

যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না।

— সূরা আল আনআমx

সৎকাজ নিয়ে কোরআন এর আয়াত

যারা ঈমান এনেছে এবং সৎকাজ ( ভালো কাজ ) করেছে , তারাই জান্নাতের অধিবাসী । তারা সেখানেই চিরকাল থাকবে ।

— সূরা বাকারা, আয়াত ৮২

যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম ( ভালো কাজ ) সম্পাদন করে- আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না।

— সূরা আল কাহফ- আয়াত: ৩০

যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তাদের অভ্যর্থনার জন্যে আছে জান্নাতুল ফেরদাউস।

— সূরা আল কাহফ- আয়াত: ১০৭

হে মুমিনগণ ! তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদাত কর এবং সৎকাজ সম্পাদন কর, যাতে তোমরা সফলকাম হতে পার ।

— সূরা আল হাজ্জ, আয়াত- ৭৭

সৎ কাজ নিয়ে স্ট্যাটাস

অনেকেই অনলাইনে সৎ কাজ নিয়ে স্ট্যাটাস গুলো খুজে থাকেন। তাদের জন্য আজকে আমরা সৎকাজ নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরেছি যেখানে আপনারা সৎ কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সৎ কাজ নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করে সকলকে জানাতে পারবেন। তাই আপনারা যারা সৎ কাজ নিয়ে স্ট্যাটাস গুলো শেয়ার করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে এই পোস্টটি দেখে নিন।

সামান্য কিছু অভাবের জন্য ভালো কাজ গুলি নষ্ট হয়ে যায় ।

— এডওয়ার্ড এইচ হরিম্যান

আমি ভালো করে কথা বলতে পারিনা, কিন্তু ভালো কাজ করতে পারি ।

— অমিত কালান্ত্রি

একটি ভালো কাজ চালিয়ে যাওয়ার মাধ্যমেই শিল্পী তার কৃতজ্ঞতা প্রকাশ করে ।

— ক্রিস জামি

সৃষ্টিকর্তা যখন আমাদের ভালো কাজে খুশি হন, তখন তিনি তাঁর আনন্দ প্রকাশ করতে সুন্দর প্রাণী, পাখি, প্রজাপতি ইত্যাদি আমাদের কাছে পাঠান ।

— মোঃ জিয়াউল হক

যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ ১০টি কল্যাণমূলক পুরস্কার ।

— হাদিসে কুদসি

সৎকাজ নিয়ে ক্যাপশন

আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মুর্খ জাহেলদের থেকে দূরে থাক ।

— সূরা আল আরাফ, আয়াত- ১৯৯

হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে ।

— সূরা আল-বাকারা, আয়াত ২৫

যে ভালো কাজ করবে, সে তার প্রতিদান পাবে; এবং যে মন্দ কাজ করবে, সে তার প্রতিফল পাবে ।

— আল কোরআন

সৎকাজ নিয়ে কবিতা

শুধু দৃষ্টির মাধ্যমে না দেখো প্রতিবিম্ব,

সৎকাজের সাথে প্রকৃতির বিনিম্ব।

আলোর সম্মিলনে মৃত্যুর আশ্রয় নেই,

জীবনের কোনো ক্ষণে অন্ধকারে নুপুর ফেলে।

সৎকাজ ছড়ায় উজ্জ্বল আকাশে,

অবিচ্ছেদ্য প্রেমে আনন্দে পরিপূর্ণ মাত্রার ব্যাসে।

কেউ নেই যে তার প্রভাত ছুঁয়ে দেয়,

আলোর কলিমায় নিয়ে শহরে ছড়িয়ে যায়।

সৎকাজের মাঝে প্রতিটি সূর্যকিরণ

পৌঁছে দেয় অনন্ত অগোচর দিশারন।

বাতাসের মতো হয়ে বহে সব দিকে,

প্রেমের নীড়গে জগতে বিচরণ করে।

কিছুদিন থাকে না সৎকাজ এই পৃথিবীতে,
তাই তার দর্শনে তোমার ছুঁই বুঝতে হয়।

সৎকাজের মাধ্যমে দেখ প্রকৃতির নগরী,

সৎকাজ নিয়ে তুমি পাবে জীবনের সাথী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button