দূর্গাপূজা

2024 সালের দূর্গা পূজার সময়সূচী pdf

হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন । আমরাও ভালো আছি আমাদের আজকের পোস্টটি হচ্ছে 2024 সালের দূর্গা পূজার সময়সূচী নিয়ে। আপনারা যারা এর আগে গুগলে সার্চ করে হয়রানি শিকার হয়েছেন। তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এই আর্টিকেলে একের ভিতর সব দেয়ার চেষ্টা করব। আমরা নিচে দুর্গা পূজার সময়সূচী নিয়ে আলোচনা করব। তাই অনুগ্রহ করে আমাদের পুরো আর্টিকেলটি ভিজিট করার অনুরোধ রইল। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষরা জানি আমাদের দুর্গা পূজার আলাদা আলাদা নাম রয়েছে যেমন। মহালয়া, মহা পঞ্চমী, মহা ষষ্ঠী, মহা সপ্তমী, মহা অষ্টমী, মহা নবমী, বিজয় দশমী। আমরা এখন জানবো কোন পূজা কোন মাসে কত তারিখ ও কি বারে অনুষ্ঠিত হবে।

দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা বার্তা ও এস এম এস

আপনারা যদি আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্গা পূজার এইচডি কোয়ালিটি পিকচার, এসএমএস। শেয়ার করে দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা বার্তা জানাতে চান। তাহলে আমাদের আর্টিকেলটিতে এসএমএস এইচডি কোয়ালিটির পিকচার আপনারা খুব সহজেই ডাউনলোড বা কপি করে শেয়ার করতে পারেন। আপনার একটি কোয়ালিটি পোস্ট আপনাকে আরও স্মার্ট করে তোলে।

আপনারা অন্যান্য ওয়েবসাইটের ঘোলাটে পিকচার গুলো
হয়তো দেখেছেন। কিন্তু আমাদের আর্টিকেলটিতে মানসম্মত এইচডি কোয়ালিটি পিকচার আপনারা পেয়ে যাবেন। আমাদের পিকচার ও এসএমএস গুলি সবচাইতে সেরা এসএমএস ও পিকচার। কারন আমরা মনে করি আমাদের মত কোয়ালিটি সম্পূর্ণ পিকচার এর আগে কোন ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করেনি।

দুর্গাপুজো ২০২৪-র শুভেচ্ছা বার্তা (Durga Puja Messages)

 

হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে। আগমনের খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছে আলো করে। *** হ্যাপি দূর্গা পূজা ***

কুমোরের তুলি হলো খালি, তৈরি হলো ঢাকি। এবার পূজোয় মাগো যেন এবার পূজোয় মাগো যেন আনন্দেতে থাকি। হ্যাপি দুর্গা পূজা

আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। – শারদীয় অভিনন্দন

মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক, তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক! শুভ দূর্গা পূজা।

শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানী, কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি? শারদীয় শুভেচ্ছা।

পূজো মানে এলো শরৎ, এলো হিমেল হাওয়া, পূজো মানে ছুটি আর ছুটিতে, চুটিয়ে পেমে করা… পূজো মানে নতুন জামা পরে, মা এর পায়ে অঞ্জলি দেওয়া, পূজো মানে ঢাকের তালে, মা কে কাছে পাওয়া….. পূজো মানে একটু আরাল হয়ে, হাতটি ধরে সারারাত ঠাকুর দেখা….পূজো মানে অনেক খুশি অনেক আলো, পূজোর দিন গুলি সাবার কাটুক ভালো….. জয় মা দুর্গা সবাই বলো….

শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে তাই, মনে এতো আনন্দ। হ্যাপি দুর্গা পূজা

এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উৎসবে সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল৷
শুভ দূর্গা পূজা

দুর্গা মায়ের আগমনে কাশ ফুলের খেলা৷ ভালো হোক , সুখের হোক দুর্গা মায়ের পূজা, সকলকে জানাই আমি প্রীতি ও শুভেচ্ছা৷

দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা বার্তা ও এস এম এস
দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা বার্তা ও এস এম এস

দূর্গা পূজার সম্পর্কে কিছু কথা

বর্তমান সময়ের ব্যয়বহুল সব উৎসবের তালিকায় রয়েছে আমাদের দুর্গাপূজা। আমাদের দুর্গাপূজা প্যান্ডেল ও আলোক সজ্জায় সজ্জিত করতে খরচ করা হয় লক্ষ লক্ষ টাকা, এমন কি কোটি টাকাও। দুর্গাপূজা শুরু হয়েছিল ৯০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে পাল এবং সেন রাজাদের আমলে। পাল এবং সেন রাজার আমলে মাটি খুঁড়ে দুর্গামূর্তি তৈরি করা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আবিষ্কৃত হয়েছে। বাংলায় প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল ১,৫০০ শতকের শেষের দিকে। দিনাজপুরের মালদার জমিদার বাংলায় প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন।১৬০৬ সালে তাহেরপুরের রাজা কংসনারায়ন বা নদীয়ার ভবানন্দ মজুমদার বাংলায় প্রথম শারদিয়া দুর্গাপূজা শুরু করেছিলেন। তারপর থেকেই বাংলার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দুর্গাপূজা খ্যাতি লাভ করে। আমরা দুর্গাপূজাতে আনন্দ করে থাকি, সেদিন আমাদের খুশির কোন সীমা থাকে না। আমাদের সব থেকে বেশি ভালো লাগে আরতী নাচ, এই নাচ দুর্গা মায়ের চরণ দর্শনের জন্য দেয়া হয়। দুর্গাপূজা ভারত, বাংলাদেশ, নেপালসহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। দুর্গাপূজা আমাদের সবচাইতে বড় উৎসব। এই উৎসবে আমরা বন্ধু-বান্ধবের সাথে ঘুরে বিভিন্ন পূজা মন্ডপ দেখে থাকি আর এটাই হচ্ছে দুর্গাপূজার সবচাইতে বড় আনন্দ।

Durga Puja 2024

আমরা জানি ষষ্ঠী থেকে দশমী দুর্গাপূজার প্রতিটি দিনটি গুরুত্বপূর্ণ তারপরেও অষ্টমী ও নবমী তিথির বিশেষ মাহানত্ব রয়েছে। দুর্গাপূজার মহা অষ্টমীতে অনেকেই কন্যা পূজা বা কুমারী পূজা করে থাকে মহানবমী তিথিতেও কুমারী পূজা করার রীতি রয়েছে। দুর্গাপূজায় কুমারী রূপী, দেবীর উপাসনা করলে তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায়

 

তো ভিউয়ার্স আপনাদের মনে যদি দুর্গাপূজা নিয়ে কোন কথা জমা হয়ে থাকে। তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনার মনের অনুভূতিকে আমাদের পোস্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি আমাদের এই আর্টিকেলটি ভালো লাগে তাহলে আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন শুভকামনা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button