Uncategorized

বেইমান মানুষ নিয়ে উক্তি স্ট্যাটাস কবিতা ও কিছু কথা

সাম্প্রতিক সময়ে এই বিষয়ে ব্যাপক অনুসন্ধান হচ্ছে অনেকেই বেইমান মানুষদের কেন্দ্র করে এই ধরনের তথ্য গুলো অনুসন্ধান করছে। আমরা সকলেই জানি আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে থাকেন এর মধ্যে ভালো চরিত্র সম্পূর্ণ ভালো গুণাবলী নিয়ে অনেক মানুষ আমাদের আশেপাশে রয়েছে। শুধু তাই নয় আমাদের সমাজে রয়েছে অনেক বেইমান মানুষ খারাপ মানুষ তাদের চরিত্র সহ সমস্ত বিষয়ে খারাপ ইঙ্গিত করে। যেহেতু আমাদের সমাজে ভালো খারাপ উভয় ব্যক্তিত্বসম্পন্ন মানুষ রয়েছে।

এক্ষেত্রে উপায় ব্যক্তিত্বসম্পন্ন মানুষদের সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে আমাদের। যেহেতু সাম্প্রতিক সময়ে বেইমান মানুষদের নিয়ে বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস ও কবিতাগুলো লক্ষ্য করা যাচ্ছে তাই আজকের আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টি তুলে ধরব আপনাদের কাছে। আমরা সকলেই নিশ্চিত বেইমান মানুষের অভাব নেই আমাদের সমাজে বিভিন্ন ধরনের বেইমান মানুষ আমাদের আশেপাশেই রয়েছে হয়তো আপনাদের কাছের কোন মানুষ আপনার সাথে বেইমানি করেছে এক্ষেত্রে আপনি এই বেইমান মানুষকে নিয়ে উক্তি প্রদান করতে চাচ্ছেন কিংবা জ্ঞানী ব্যক্তিগণ কি বলেছেন এই বিষয়ে সেই মূল্যবান তথ্যগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন।

পাশাপাশি অনেকেই রয়েছে তার কাছের সেই বেইমান মানুষকে কেন্দ্র করে স্ট্যাটাস প্রদান করতে আমরা এমন ব্যক্তিদের স্ট্যাটাস দিয়ে সহযোগিতা করব অবশ্যই আমাদের প্রধানকে স্ট্যাটাস গুলোর মাধ্যমে আপনি বেইমান মানুষটিকে তাদের বেইমানের উপযুক্ত জবাব প্রদান করতে পারবেন । পাশাপাশি বেইমান মানুষদের নিয়ে লেখা কবিতা গুলো থাকছে সেই সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরা হবে যেগুলো আপনি বিভিন্ন ভিডিও কিংবা পিকচারের সাথে ব্যবহার করতে পারবেন।

প্রতিনিয়ত অনেক মানুষের সাথে বেঈমানী হয়ে থাকে আর কাছের মানুষ যখন বেইমানি করে তখন এই সব থেকে বেশি খারাপ লেগে থাকে এমন পর্যায়ে আমরা বেইমান মানুষদের নিয়ে কবিতা পড়ে থাকি পাশাপাশি সোশ্যাল মিডিয়া গুলোতে তাদের বেইমানির উপর ভিত্তি করে প্রধানকৃত কিছু স্ট্যাটাস তুলে ধরে থাকি । আর বেইমান মানুষদের উপর ভিত্তি করে কিছু স্ট্যাটাসে লেখা হয়েছে যেগুলো আজকের আলোচনার মাধ্যমে তুলে ধরবো আমরা। সুতরাং আপনাদের সাথে কোন ব্যক্তি বেইমানি করে থাকলে আজকের আলোচনাটি আপনার জন্য পুরো আলোচনার সাথে থেকে বেইমান মানুষদের চেনার উপায় সহ এই বেইমান ব্যক্তিদের নিয়ে জ্ঞানী গুণী প্রতিষ্ঠিত এবং একজন আদর্শ ব্যক্তি কি বলেছেন তাদের এই মতামত গুলো জানতে পারবো।

বেইমান মানুষ নিয়ে উক্তি

মানুষ চেনা বড়ই কঠিন অনেকেই মানুষ চিনতে গিয়ে ভুল করে থাকি এক্ষেত্রে বেইমান মানুষগুলোকে চিনতে ব্যর্থ হয়ে তাদের সাথে সম্পর্কিত থেকে পরবর্তী সময়ে তাদের বেইমানির ফলস্বরূপ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আমরা। সুতরাং কেউ পাঠক বন্ধু আজকের আলোচনায় আমরা সেই বেইমান মানুষদের নিয়ে কিছু কথা তুলে ধরব। এই বেইমান মানুষদের চেনার জন্য এই কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ পাশাপাশি এই বেইমান মানুষদের থেকে দূরে থাকার জন্য এই কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ পাশাপাশি বেইমান মানুষদের বিপক্ষে দাঁড়ানোর জন্য এই কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ সুতরাং সব দিক থেকে এই গুরুত্বপূর্ণ এই কথাগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো আমরা।

★মানুষ বড়ই স্বার্থপর আর বেইমান,,,,,,, এই স্বার্থের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নেই,,,,,!!!!!

★যদি বেইমানী ই করবে,,,,, তবে ভালোবেসেছিলে কেন,,,,,!!!!

 

★দূর্ভাগ্য তো আমারই,,,,, তোমার মতো একজন বেইমানের সাথে আমায় এতদিন চলতে হয়েছে,,,,,,!!!!!

★বেইমানদের ঠাঁই নরকেও হবে না,,,,,,, তাদের ছোঁয়ায় নরক ও অপবিত্র হয়ে যাবে,,,,,!!!!!

★কিছু কিছু মানুষ বেইমানি করে প্রচণ্ড আনন্দ পায়,,,,,,, কেননা, তারা যে বিকৃত মানসিকতার মানুষ,,,,,!!!!!

★বেইমানির চেয়ে চরম অধর্মের আর কিছু হতেই পারে না,,,,,,!!!!

★বেইমানির প্রতিশোধ তো একমাত্র বেইমানি দিয়েই হয়,,,,,,!!!!!

 

★বেইমানদের মন বড়ই সংকীর্ণ,,,,,,, তারা কেবল অন্যের ক্ষতি করার জন্য উন্মুখ হয়ে অধীর আগ্রহে বসে থাকে,,,,,,,,!!!!!

★সততার পুরষ্কার স্বর্গ,,,,,,,, আর বেইমানির পুরষ্কার হলো নরক,,,,,!!!!!

★মানুষের এক অন্যতম কু-বৈশিষ্ট্য —বেইমানি করা,,,,,!!!!!

★জীবনটাকে যারা বানিয়েছে শ্মশান,,,,,,করতে চাই তাদের অবসান,,,,,হয়েছি তাই আমি বেইমান,,,,,!!!!

 

বেইমান মানুষ নিয়ে স্ট্যাটাস

বেইমান মানুষদের তার বেইমানের কথা অপমানের সাথে জবাব দেওয়ার জন্য আমাদের স্ট্যাটাস রয়েছে। বেইমান মানুষদের তাদের বেইমানের বিষয়টি উল্লেখ করে কিছু স্ট্যাটাস প্রদান করার লক্ষ্য নিয়ে কাজ করে সফল হয়েছি আমরা। সুতরাং আমরা যারা বেইমান মানুষদের নিয়ে স্ট্যাটাস করার জন্য স্ট্যাটাস খুঁজতেছি তারা অবশ্যই এখান থেকে স্ট্যাটাস গুলো পাবেন এক্ষেত্রে সেরা স্ট্যাটাসটি নির্বাচন করুন এবং বেইমান মানুষ থেকে দূরে থাকুন সেই পরামর্শ প্রদান করছি আমরা।

 

বেইমানদের ভুলে যাও। তাদের মনে রেখে নিজের ভেতর কষ্ট বাড়ানোর তো কোনো মানে হয় না।

মানুষের এক অন্যতম কু-বৈশিষ্ট্য : বেইমানি করা।

বেইমানদের দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। কারণ, তারা এত সহজে তাদের পূর্বের স্বভাব বদলাতে পারে না।

বেইমানরা তো ছায়ার মতো বিরাজ করে। তাদের ঠাহর করে ওঠা ভীষণ দুরূহ ব্যাপার।

জীবনের কোনো স্বাদ খুঁজে পাচ্ছ না? একজন বেইমান কে বন্ধু বানাও। সে তোমার জীবনে নতুন মাত্রার স্বাদ এনে দেবে- দুঃখের স্বাদ।

বেইমানদের ক্ষমা হয় না। সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদলেও তাকে মাফ করে দিতে নেই।

বেইমান আছে বলেই তো পৃথিবীতে সৎদের কদর জারি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button