তালাশ টিমের যোগাযোগ মাধ্যমে-নাম্বার, ইমেল, ঠিকানা জানতে ক্লিক করুন
প্রিয় পাঠক বন্ধু আশা করি ভাল আছেন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্য প্রদানের লক্ষ্যে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আজকের আলোচনার বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম খুব কমসংখ্যক ওয়েবসাইটে ধরনের তথ্য দিয়ে আপনাদের সহযোগীতা করে থাকেন এর কারণ আজকের আলোচনা হচ্ছে তালাশ টিম কে নিয়ে।
অনেকেই এই বিষয় সম্পর্কে জানেন অনেকেই এই টিমটি বিষয়ে এখনো অবগত নন তবে আজকের আলোচনার মধ্য থেকে এটিএম সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে পাশাপাশি এই টিমের কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এর কারণ আজকের আলোচনার মাধ্যমে আমরা তালাশ টিম এর যোগাযোগ নাম্বার ইমেইল ঠিকানা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করার লক্ষে কাজ করেছি।
যেহেতু এই বিষয়ে সম্পর্কে খুব কমসংখ্যক ওয়েবসাইট তথ্য প্রকাশ করেছেন তাই দীর্ঘ সময় ও শ্রম এর মাধ্যমে আমরা তালাশ টিমের এই তথ্যগুলো সংগ্রহ করতে সক্ষম এবং আজকের আলোচনার মাধ্যমে তা আপনাদের মাঝে প্রকাশ করতে আগ্রহী।
তালাশ টিম হচ্ছে বাংলাদেশের খুবেই কঠোর ও খ্যাতিমান একটি টিম। এইটি বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জাস্টিফাই করার মাধ্যমে জরিমানার কার্য সম্পন্ন করে থাকেন। এছাড়াও এদের আওতায় বিভিন্ন ধরনের আইন গত সেবা রয়েছে যেগুলোর মাধ্যমে যেকোন সময় যেকোন প্রতিষ্ঠানসহ ব্যক্তিদের জরিমানার সাথে গ্রেফতার করার সাধ্য রাখেন। এ বিষয়ে মানুষের জানার আগ্রহ অনেক তাইতো প্রতিদিন অনেকেই এই টিম সম্পর্কিত তথ্যগুলো জানতে অনলাইন অনুসন্ধান করেন।
এক্ষেত্রে একটি তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার আগ্রহ রয়েছে আমাদের ইনডিপেনডেন্ট টেলিভিশন বর্তমান সময়ে একটি অনুষ্ঠান এরেঞ্জ করেন যেটি কিনা তালাশ নামে পরিচিত বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অনুষ্ঠানের মাধ্যমে ইনডিপেনডেন্ট টেলিভিশন চ্যানেল। মূলত এর মাধ্যমেই তালাশ টিমের কার্যক্রম সম্পর্কে মানুষ জানতে পেরেছেন এক্ষেত্রে এ ধরনের বিভিন্ন ইনফরমেশন তথাপি তথ্য প্রদানের জন্য অনেকেই তালাশ টিমের সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম খুঁজে পায় না এক্ষেত্রে তাদের প্রয়োজনে তালাশ টিমের সহযোগিতা গ্রহণ করতে ব্যর্থ।
তবে হতাশ হওয়ার কিছু নেই আমরা চেষ্টা করেছি তালাশ টিম সম্পর্কিত ব্যক্তিদের কিংবা তালাশ টিমের হয়েছে এমন ব্যক্তিদের যোগাযোগের জন্য যোগাযোগ নাম্বার প্রদান করার। আলোচনার মাধ্যমে শুধুমাত্র তালাশ টিমের নাম্বার নয় ইমেইল অথবা ঠিকানা সরাসরি প্রদান করব আপনাদেরকে। সুতরাং বুঝতেই পারছেন আপনারা চাইলে সরাসরি ঠিকানায় গিয়ে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন আপনার সমস্যা সম্পর্কিত সামাধান নিতে পারেন।
তালাশ টিমের যোগাযোগ নাম্বার
অনেকেই দেশ ও জাতির স্বার্থে বিভিন্ন ইনফর্মেশন তালাশ টিম কে দিতে আগ্রহী হয়ে থাকেন। এছাড়া অনেকেই বিভিন্ন তথ্য সম্পর্কে জানেন যা তালাশ টিম কে দিলে তাদের কার্যক্রম কিংবা কার্য প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সহজ হবে এক্ষেত্রে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সাহস করতে না পারায় তাদের যোগাযোগ নাম্বার অনুসন্ধান করে থাকেন অনলাইন থেকে।
এক্ষেত্রে আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি তালাশ টিম এর যোগাযোগ নাম্বার গুলো যার মাধ্যমে আপনি তালাশ টিমের সাথে কথা বলে আপনার যে কোন বিষয় জানাতে পারবেন তাদেরকে এছাড়াও তাদের কাছ থেকে কোন ধরনের সেবার প্রয়োজন হয়ে থাকলে তা আপনাদের আলোচনার মাধ্যমে গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে তালাশ টিমের যোগাযোগ নম্বর থাকা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছি এছাড়া সচেতন ব্যক্তি হিসেবে এই ধরনের পদের সাথে যারা জড়িত রয়েছে তাদের যোগাযোগ নাম্বার গুলো নিজের কাছে রাখা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছি আমরা। এক্ষেত্রে নিচে তালাশ টিম এর যোগাযোগ নাম্বার প্রদান করা হচ্ছে।
তালাশ অনুষ্ঠান কবে হয়, তালাশ অনুষ্ঠানের সময়সূচী
- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতি শুক্রবার রাত ০৯ঃ৩০ মিনিট ।
তালাশ টিমের হেড অফিস
- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮
তালাশ টিমের যোগাযোগ মাধ্যমে
- তালাশ টিমের সকল ঠিকানা গিলো নিচে তুলে ধরা হলো
তালাশ টিমের যোগাযোগ মাধ্যমে
- taalash@independent24.tv
- TLS মন্তব্য 16232 পাঠিয়ে দিন
তালাশ একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান।
তালাশ দেখুন: প্রতি শুক্রবার রাত ০৯:৩০ টায়, ইনডিপেনডেন্ট টেলিভিশনে।
তালাশকে তথ্য দিতে লিখুন:
প্রযোজক,
তালাশ
ইনডিপেনডেন্ট টেলিভিশন
তেজগাঁও, ঢাকা।
অথবাই-মেইল করুন:
taalash@independent24.tv
ফেসবুকে তালাশের সাথে থাকতে ক্লিক করুন:
https://www.facebook.com/taalash.independent24.tv